Youtube Earnings

 আপনি জানেন কি?

YouTube থেকে ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে টাকা উপার্জন সম্ভব। যা আপনি আপনার অর্থ উপার্জনের ২য় মাধ্যম হিসেবে করতে পারেন। এটি খুবই সহজ এবং আপনি যে কাজটি করতে পছন্দ করেন সেটার মাধ্যমেই করতে পারেন ।

বিষয়টি এমন যে আপনি যে কাজটি করে এখন অর্থ উপার্জন করছেন , সে কাজটি কিভাবে পেলেন, কাজটি করতে  গিয়ে কি ধরনের সমস্যায় পড়েছেন এবং সমস্যা গুলো কিভাবে সমাধান করলেন । এগুলো  ভিডিও ক্লিপ আকারে YouTube এ একটি ভালো কনটেন্ট হতে পারে।

যা YouTube এ আপলোড করলে অন্যকেউ যখন একাজটা করতে যাবে তখন YouTube এ আপনার দেওয়া পরামর্শ অনুযায়ী সমস্যা গুলো সমাধানের মাধ্যমে উপকৃত হবে। এভাবে আপনি আপনার কাজটিকে YouTube কনটেন্ট হিসেবে ব্যবহার করে YouTube থেকে ভালো অর্থ উপার্জন করতে পারেন। 



YouTube থেকে অর্থ উপার্জনের জন্য কিছু বিষয় জানতে হবে তা হলঃ

✅ YouTube আপনাকে কেন অর্থ দেয়।

✅ YouTube এ কিভাবে আপলোড করতে হয়।

✅ YouTube এর ভিডিও শেয়ারের শর্ত।

✅ YouTube এ চ্যানেল তৈরীর প্রক্রিয়।


Post a Comment

0 Comments